আকতার হোসেন বকুল, হিলি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি স্থলবন্দরের অদুরে অবহেলীত কাকড়াপালি গ্রামের ১৭১ টি পরিবারের মাঝে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শিবলী সাদিক।
এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮.৩০টায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধিনে হিলি পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে শুভ উদ্বোধন ঘোষনা করেন মাননীয় এমপি সাহেব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালদাড় ইউপি আওয়ামী লীগের সভাপতি শ্রীঃ নকুল চন্দ্র মন্ডল এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌঃ, সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ন- সম্পাদক জামিল হোসেন চলন্ত, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম ফেরদ্দৌস আলম, হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারুন উর রশিদ হারুন এবং হিলি পল্লী বিদ্যুৎ সাব জোন অফিসের সহকারী মহা ব্যাবস্থাপক মোঃ হাবিবুর রহমান সহ আরো অনেকে।
বিদ্যুৎ উদ্বোধনের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় কারন দেশ স্বাধীন হওয়ার পর থেকে গ্রামবাসির আশার ফল আজ তাদের ঘরে উপস্থিত।