আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সীমান্তবর্তী পাহাড়ী অঞ্চলে ১৩৯টি গণকবর ও পাচারকারীদের ২৮টি ক্যাম্পের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার বহুল প্রচারিত ট্যাবলয়েড পত্রিকা দ্য স্টার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার পুলিশ প্রধান টান শ্রী খালিদ আবু বাকার বলেছেন, মালয়েশিয়া-থাইল্যান্ডের সীমান্তের পাহাড়ী ওপস ওয়াওয়াসান খাস এলাকায় ১১ মে এই ক্যাম্পের সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, ‘ওই কবরগুলো ঠিক কী সংখ্যক মরদেহ রয়েছে তা আমরা এখনো জানি না। আজ কবর থেকে মরদেহ তোলার কাজ শুরু হবে। এখনো বলতে পারছি না মরদেহগুলো বাংলাদেশি নাকি রোহিঙ্গাদের।’
সোমবার এক সংবাদ সম্মেলনে মালয়েশীয় পুলিশ প্রধান আরো বলেন, ‘আমরা মাটির ওপরে খুব বাজেভাবে পচে যাওয়া একটি মরদেহ পেয়েছি। মনে হচ্ছে, মরদেহটি অন্তত দুই সপ্তাহ আগের।’