ঢাকা: প্রচণ্ড তাপদাহে সারা দেশের জনজীবন যখন অতিষ্ঠ তখন রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকায় বৃষ্টি শুরু হলেও বেশিক্ষণ তা স্থায়ী ছিল না।
আবহাওয়া অফিস জানিয়েছে, টানা গরমের পর বৃষ্টির দেখা মিললেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
টানা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ভ্যাপসা গুমোট আবহাওয়ায় রাজধানীসহ দেশের মানুষ যেন অপেক্ষায় ছিল স্বস্তির বৃষ্টির জন্য। গত কয়েক দিনের প্রচন্ড গরমের পর আজ সকালের বৃষ্টি জনজীবনে নিয়ে এসেছে অনেকটাই স্বস্তি।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে এ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। হালকা ঝোড়ো বৃষ্টিতে বাতাসে তাপমাত্রা কিছু কমলেও আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হবে।