বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তার অভিনয় ক্যারিয়ারে এবার মুখোমুখি হচ্ছেন চ্যালেঞ্জের ! আর এই কথা জানিয়েছেন তিনি নিজেই। এ বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এবং প্রিয়াংকা অভিনীত ”বাজিরাও মাস্তানী” ছবিটি। এ ছবিতে মারাঠি যোদ্ধা পেশওয়া বাজিরাও-এর প্রথম স্ত্রী কাশিবাঈ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা। আর এই চরিত্রটিতে অভিনয় করাটাই নিজের ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে করছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে প্রিয়াংকা বলেছেন,”এটি আমার ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। তারপরও আমি নিশ্চিত না আমি সঠিকভাবে তা করতে পেরেছি কি না। ছবিটি মুক্তি পাবার পর দর্শকরাই ভালো বলতে পারবেন আমি আসলে কতটুকু সফল হয়েছি। আমি তাদের রায়ের অপেক্ষাতেই আছি এখন।”