গাইবান্ধা : নাশকতা মামলায় গাইবান্ধায় জামায়াতের এক কর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কট্রোল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানা থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়।
এছাড়া সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধমূলক মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, নাশকতা মামলায় একজনসহ অন্য মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।