নীলফামারী প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডে এরবারের এসএসসি ফলাফলে নীলফামারী জেলায় মোট ১২ হাজার ৫শ ৬০জন পরীক্ষার্থী পাস করেছে। গোটা জেলায় এবারের পাসের হার শতকরা ৯১ দশমিক ৮ শতাংশ। অপর দিকে এই বোর্ডের অধীনে সেরা বিশে নীলফামারীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবারের এসএসসি পরীক্ষায় জেলার মোট ১৩ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করে এর মধ্যে ১২ হাজার ৫শ’ ৬০ জন পরীক্ষার্থী পাস করে। এবারের জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১১৫জন। পাসের হার শতকরা ৯১ দশমিক ৮ শতাংশ।
অপর দিকে বরাবরের মতো এবারও দিনাজপুর বোর্ডে জেলা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সেরা বিশে স্থান পেয়েছে। সেরা বিশের মধ্যে পঞ্চম স্থানে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দশম স্থানে সৈয়দপুর ক্যান্টপাবলিক স্কুল এনড কলেজ ও চৌদ্দ তম স্থানে রয়েছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়।
তিনি আরো জানান ১১১টি জিপিএ-৫ নিয়ে জেলায় প্রথম স্থাানে সৈয়দপুরের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ১২৪টি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সৈয়দপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ, ১৩৭টি জিপিএ-৫ নিয়ে তৃতীয় স্থানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, ১৩২টি জিপিএ-৫ নিয়ে চুর্থ স্থানে সৈয়দপুরের লায়ন্স উচ্চ বিদ্যালয়, ৩১টি জিপিএ-৫ নিয়ে পঞ্চম স্থানে ডিমলার রানী বিন্দা রানী উচ্চ বিদ্যালয়, ৫৬টি জিপিএ-৫ নিয়ে ৬ষ্ঠ স্থানে সৈয়দপুরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ , ৯১টি জিপিএ-৫ নিয়ে সপ্তম স্থানে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ২৬টি জিপিএ-৫ নিয়ে অষ্টম স্থানে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৫৬টি জিপিএ-৫ নিয়ে নবম স্থানে সৈয়দপুরের আল-ফারুক একাডেমী ও ৮৩টি জিপিএ-৫ নিয়ে দশম স্থানে রয়েছে জলঢাকার পাইলোট উচ্চ বিদ্যালয়।