রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটের সিংগারডাবড়ীহাট দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র রেজাউল করিম রব্বানী (৯) বছরের শিশুটি গত রোববার থেকে নিখোঁজ হয়। ওইদিন সকাল ৯টায় মাদ্রাসা যাওয়ার কথা বলে সে পশ্চিম দেবত্তর এলাকায় তার চাচার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। শিশুটি হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল খয়েরি রংয়ের ফুল প্যান্ট, গায়ে হাফ শার্ট ছিল। শিশুটির উচ্চতা আনুমানিক ৪ ফিট ও গায়ের রং ফর্সা। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান দিতে পারেন তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হইবে। যোগাযোগের ঠিকানা-সাংবাদিক এম.আজিজুল হক, মোবাইল নং-০১৭১৮-৯১৩১৫২, রাজারহাট, কুড়িগ্রাম।