• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

‘সংসদে এসে দুর্নীতি বিরোধী ভূমিকা রাখুন’

RoushonErshad-Japaসিসি ডেস্ক: সংসদ পর্যবেক্ষণ করতে নয়, এমপি হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তাদের সংসদে এসে দুর্নীতি বিরোধী কাজে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা রওশন এরশাদ।

রোববার সকালে জাতীয় সংসদের শপথকক্ষে টিআইবির সঙ্গে ‘প্রাক বাজেট আলোচনায়’ বিরোধী দলের নেতা এ আহ্বান জানান।

টিআইবি কর্মকর্তাদের উদ্দেশ্যে রওশন বলেন, ‘আপনারা স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান। আমরাও এ নিয়ে কাজ করছি। সংসদ পর্যবেক্ষণ করতে নয়, আমরা চাই পার্লামেন্ট মেম্বার হিসেবে আপনারা সংসদে আসুন। দুর্নীতি বিরোধী কাজে ভূমিকা রাখুন। এজন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।’

এ সময় বিরোধী নেতা টিআইবি কর্মকর্তাদের সংসদের কার্যক্রম দেখে বিরোধী দলকে পরামর্শ দেওয়ার আহ্বানও জানান।

রওশনের উদ্দেশ্যে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা সব সময় সংসদের ভেতরে যেতে পারি না। আমাদের সহকর্মীরা মাঝে মাঝে যান। তবে টেলিভিশনে আমরা সবসময় পর্যবেক্ষণ করি।’

রওশন এরশাদ এর জবাবে বলেন, ‘আপনারা সংসদ পর্যবেক্ষণ করবেন। কোনো পয়েন্ট থাকলে আমাদের জানাবেন। আমরা সংসদে সেটা নিয়ে আলোচনা করব।’

বৈঠকে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে টিআইবির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিরোধী দলীয় নেতার কাছে সব ধরনের সরকারি ক্রয়, কর সংগ্রহ, অনলাইন ভিত্তিক নিরীক্ষা চালু, প্রতিরক্ষাসহ সব খাতের তথ্য প্রকাশ, অডিট আইন দ্রুত প্রণয়ন ও থোক বরাদ্দ নিরুৎসাহিতকরণসহ ১১ দফা সুপারিশ তুলে ধরেন।

বিরোধী নেতা রওশন বলেন, ‘প্রত্যেক সরকার বাজেট ঘোষণা করলেও অনেক ক্ষেত্রেই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় না। এজন্য এমন বাজেট ঘোষণা করা দরকার যাতে প্রকৃত অর্থেই জনগণের মঙ্গল নিহিত থাকে। জনমানুষের আশা-আকাক্সক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়।’ সেই বাজেটই সরকার পেশ করবে বলে আশা করেন বিরোধী দলীয় নেতা।

এ সময় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘গণতান্ত্রিক জবাবদিহিতা, বৈষম্য নিরসন তথা মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা অপরিহার্যতা উপেক্ষা করে উন্নয়ন ও মধ্যম আয়ের দেশের তালিকাভুক্তির স্বপ্ন আপাতদৃষ্টিতে সম্ভব বিবেচিত হলেও স্থায়িত্বের সম্ভাবনার মাপকাঠিতে তা স্বপ্ন বিলাস হিসেবে রূপান্তরিত হবার ঝুঁকি রয়েছে।’

তিনি বলেন, ‘অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে, কিন্তু দারিদ্র, বৈষম্যের শিকার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থকে অধিকতর প্রধান্য দিতে হবে। এ ছাড়া কৃষি পল্লী উন্নয়ন, দারিদ্র বিমোচন, নারী-শিশু-যুব উন্নয়ন, ধর্মীয় নৃতাত্ত্বিক সংখ্যালঘু ও প্রতিবন্ধী এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মুখোমুখি জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।’

জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে পারবে কি না, জানতে চাইলে ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সেটি পারবে কি না, বিরোধী দল প্রমাণ করবে। যারা বিরোধী দল হিসেবে নিজেদের দাবি করছে তারা নিজেরাই কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবে। সেটাই আমরা আশা করি।’

তিনি আরো বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি, বর্তমান বিরোধী দল এক ধরনের আত্মপরিচয়ের সঙ্কটে আছে। এই সঙ্কট কাটিয়ে ওঠার দায়িত্ব তাদেরই। সংসদে কার্যকরি ভূমিকা রেখে তারা চাইলে এ সঙ্কট কাটিয়ে উঠতে পারে। যদি বাজেটের ওপর বিষয় ভিত্তিক সক্রিয় আলোচনা করতে পারেন, দেশবাসীর কাছে প্রমাণ করতে পারেন তারা সত্যিকার অর্থেই বিরোধী দলের ভূমিকা পালন করছে তাহলে হয়তো যে ধারণা সৃষ্টি হয়েছে তা বদলাতে পারে।’

প্রসঙ্গত, গত বছর এক প্রতিবেদনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘এ সংসদে বিরোধী দল নেই। সংসদে সরকারি দল রয়েছে। বিরোধী দল বলতে যা বোঝায় সে অর্থে বিরোধী দল নেই।’

টিআইবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমাদের ভূমিকা নিয়ে তারা সন্দেহ করেনি। তাদের আমরা অতীতের কর্মকা- তুলে ধরেছি। টিআইবি আমাদের সংসদে এবং সংসদের বাইরে জোরালো ভূমিকা রাখার কথা বলেছে।’

টিআইবির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বিরোধী দলের নেতা রওশন এরশাদ ছাড়াও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, হুইপ শওকত চৌধুরী, ফখরুল ইমাম এমপি, এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, সালাহউদ্দিন আহম্মেদ মুক্তি এমপি, ইঞ্জি. মামুনুর রশিদ এমপি, খোরশেদ আরা হক এমপি অংশ নেন।

অন্যদিকে টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, এস এম রেজওয়ান উল আলম, রফিকুল হাসান, জাকির হোসেন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ