• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

কারমাইকেলে পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

uni-carmaicalশিক্ষাঙ্গন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যায়নরত কারমাইকেল কলেজে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা পেছানোর দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে মানববন্ধন করেছে। মানববন্ধনে কলেজের কয়েক’শ শিক্ষার্থী অংশগ্রহন করে এবং কলেজ অধ্যাক্ষের কাছে তাদের দাবি পেশ করে।

সুত্র হতে জানা যায়, জাতীয় বিশ^বিদ্যালয় কতৃপক্ষ চলতি মাসের ১০ জুন হতে অনার্স ৩য় বর্ষ ও ২৫ জুন হতে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। পরীক্ষার্থীদের মধ্যে যাদের মানন্নোয়ন পরীক্ষা রয়েছে তাদের অনেকেরই ৩য় এবং ৪র্থ বর্ষের পরীক্ষা একই দিনে রয়েছে। এতে ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা বিপাকে পড়ে যায়। শিক্ষার্থীরা বলছে, ইসলামের ইতিহাস, উদ্ভিদবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং অর্থনীতি বিভাগের অনেক বই এখনো বাজারে আসে নাই পরীক্ষার সময়সূচিতে অনেক ত্রুটি রয়েছে। এ অবস্থায় পরীক্ষা হলে হাজার হাজার শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তায় পড়বে।

এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মামুনুর রশীদ বলেন, অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষা প্রায় একসাথে শুরু হওয়ায় আমরা বিপাকে পড়েছি। আমরা যারা ৩য় বর্ষের মানন্নোয়ন পরাক্ষা দিব তারা এই সময়সূচিতে পরীক্ষা দিলে পাশ করা সম্ভব হবে না। আমাদের কথা বিশ^বিদ্যালয় কতৃপক্ষ চিন্তা না করে পরীক্ষ্রা সময়সুচি প্রকাশ করেছে।

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুমা আখতার বলেন, আমাদের ৩টি সহ কয়েকটি বিভাগের বই বছর শেষ হয়ে গেলেও এখনো বাজারে আসে নাই। এ অবস্থায় আমাদের পক্ষে পরীক্ষা দেয়া কি করে সম্ভব। আমরা অবিলম্বে আমাদের বই বাজারে চাই এবং কমপক্ষে ১ মাস পরীক্ষা পেছানোর দাবি করছি। না হলে আমাদের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।

এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) বিনতে হুসাইন নাসরিন বানু বলেন, পরীক্ষা ও অন্যান্য যাবতীয় বিষয় বিশ^বিদ্যালয় কতৃপক্ষ নিয়ন্ত্রণ করে। এখানে আমাদের করার কিছু নাই। তবে শিক্ষার্থীরা আমার নিকট তাদের দাবি পেশ করেছে এবং আমি তা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রককে জানিয়েছি। তিনি বলেছেন, তারা এ বিষয়ে আলোচন করবেন।

উল্লেখ্য, পরীক্ষা পেছানোর দাবিতে আজ সারাদেশে অনার্স ৪র্থ বর্ষের সাধারন শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ