পঞ্চগড়: তেঁতুলিয়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে তেঁতুলিয়ার তীরনইহাট ইউনিয়নের ব্রহ্মতল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- ব্রহ্মতল গ্রামের আব্দুল আওয়ালের ২২ মাস বয়সী জমজ দুই ছেলে সরাফত ও আরাফাত।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশে খেলতে যায় সরাফত ও আরাফাত। এক পর্যায়ে তারা রনচণ্ডি নদীর ক্যানেলে পড়ে যায়। চাচি হাসিনা বেগম দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। পরে দ্রুত উপজেলা স্বাস্থকেন্দ্রে নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তীরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।