শরীফুল ইসলাম, চাঁদপুর: একশ’ ভরি স্বর্ণসহ মৃদুল চন্দ্র ধর (৪০) নামে মেঘনা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার রাত পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি চাঁদপুর স্টেশনে পৌঁছালে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়। মৃদুল চট্টগ্রাম জেলার পটিয়া থানার জুনরাম ধরের ছেলে।
চাঁদপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা পুলিশ ট্রেনটির যাত্রীদের তল্লাশি চালিয়ে মৃদুল চন্দ্রকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ ভরি। তিনি স্বর্ণগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসেন। চাঁদপুর থেকে তার লঞ্চযোগে ঢাকায় যাওয়ার কথা ছিলো।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান জানান, আটক মৃদুল চন্দ্র ধরের বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫ (বি) বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং-১। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।