• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন |

গাইবান্ধায় বিদ্যুৎ শ্রমিকদের বিক্ষোভ

PHOTO-02গাইবান্ধা : উত্তরাঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিভক্ত করে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে রূপান্তরিত করার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ভেঙ্গে টুকরো টুকরো করার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান। গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতাধীন বিদ্যুৎ বিভাগের শ্রমিক কর্মচারীরা এই কর্মসূচীতে অংশ গ্রহণ করে।

এ.আর.এম জাকায়িরা আলম খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক মাহাবুবর রহমান আকন্দ, বিজয় কুমার দেব বর্মণ, সিরাজুল ইসলাম সোনা, মাহাবুবুল আলম, হাসনা বানু রেবা, নদেন কুমার সিংহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ