• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :

রোকেয়ায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট

unnamedরংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) সেশনজট নিরসন ও বিভাগীয় সকল সমস্যা দূরীকরনে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট শুরু করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা।

নির্ধারিত সময়ে ফলাফল প্রদান, পূর্ণাঙ্গ সিলেবাস প্রদান, অতি শীঘ্রই স্নাতকোত্তর নীতিমালা সহ অন্যান্য মৌলিক দাবি পূরন ও সেশনজট নিরসনে রবিবার বিভাগের মূল ফটকে তালা লাগিয়ে এ ধর্মঘট শুরু করে শিক্ষার্থীরা।

ধর্মঘট থেকে ৭ দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পেশকৃত দাবিগুলো হচ্ছে..

১.সেশনজট নিরসনে পূর্ণাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়নের লিখিত অঙ্গিকার দিতে হবে।

২. গত সেমিস্টারের সকল ব্যাচের ফলাফল প্রদান পূর্বক চলতি সেমিস্টারের ফাইনাল পরীক্ষার তারিখ অতিশীঘ্রই প্রদান করতে হবে।

৩.সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর ১৫ দিন পূর্বেই সকল বিষয়ের কন্টিনিয়াস মার্কস প্রদান করতে হবে।

৪. সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার ৬ সপ্তাহের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রদান করতে হবে।

৫.সকল ব্যাচের পূর্ণাঙ্গ সিলেবাস প্রদান করতে হবে।

৭.অতিশীঘ্রই স্নাতকোত্তর এর নীতিমালা প্রণয়ন করতে হবে।

উল্লেখিত দাবি আদায় না হলে ঘোষিত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দেয় শিক্ষার্থীরা।

ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচির ব্যাপারে জিজ্ঞেস করলে বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মঞ্জুরুল কবীর বলেন, আমাদের মাস্টার্স শুরু হয়েছে ২০১৪ সালের জুন মাসে। তবে এখনও সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়নি। এমনকি আমাদের মাস্টার্সের পূর্ণাঙ্গ সিলেবাস দেয়া হয়নি।

আরেক শিক্ষার্থী উৎপল মহন্ত বলেন, আমাদের ৩য় সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে এক বছরে। তবে এখনও পরীক্ষা দেওয়া পর ৮ মাসেও রেজাল্ট পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের পেশকৃত দাবি ও সমস্যা দূরীকরনে বিভাগীয় প্রধান কমলেশ চন্দ্র সরকারকে জিজ্ঞেস করলে তিনি ধর্মঘটের বিষয়টি স্বীকার করে বলেন, “মূলত শিক্ষক সংকটের কারণে গণিত বিভাগে সেশনজট সৃষ্টি হয়েছে। এই বিভাগে বর্তমানে ৮টি ব্যাচ হলেও শিক্ষক মাত্র ৭ জন। এর মধ্যে একজন শিক্ষক ছুটিতে আছেন।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পেশকৃত ও সম্ভাব্য সমস্যা যতটুকু সমাধান করা যায় আমরা তা চেষ্টা করব।’ এদিকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আগামীকাল সকল শিক্ষককে নিয়ে জরুরী মিটিং এ বসবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ