• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

সকল শাখায় মেয়েদের আধিপত্য

ফলাফলসিসি নিউজ : ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য-সব শাখায় আধিপত্য দেখিয়েছে মেয়েরা। প্রতিটি বিভাগেই তাদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি।

ফল বিশ্লেষনে দেখা গেছে, এই তিন বিভাগে একত্রে মেয়েদের পাসের হার  ৬৭.২৫। সেই তুলনায় ছেলেদের হার ৬৪.৪। বিজ্ঞান বিভাগে মোট ৯০ হাজার ৯৯৮ ছাত্রের মধ্যে পাস করেছে ৬৯ হাজার ৪৭১ জন। পাসের হার ৭৬.৩। অন্যদিকে এই বিভাগে মোট ৬০ হাজার ২৬১ ছাত্রীর মধ্যে পাস করেছে ৪৭ হাজার ৯৯৩। পাসের হার ৭৯.৬৪।

মানবিক বিভাগে মোট ১ লাখ ৮৮ হাজার ৯৭১জন ছাত্রের মধ্যে পাস করেছে ১ লাখ ৩ হাজার ৮৮৩ জন। অন্যদিকে ২ লাখ ৫৫ হাজার ৯১৭ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৪ হাজার ১১২ জন। ছাত্রদের পাসের হার ৫৪.৯৭ এবং ছাত্রীদের পাসের হার ৬০.২২।

বানিজ্য বিভাগে মোট ১ লাখ ৬৫ হাজার ৬০৬ জন ছাত্র অংশ নেন। এর মধ্য পাস করেছে ১ লাখ ১৩ হাজার ৯৩৯জন। অন্যদিকে ১ লাখ ১৪ হাজার ৭২৩ জন ছাত্রীর মধ্য পাস করেছে ৮৭ হাজার ৬৮৯জন। এক্ষেত্রে ছেলেদের পাসের হার ৬৮.৮০ এবং মেয়েদের পাসের হার ৭৬.৪৪।

দেশের আট সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর মোট ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে মোট ৭ লাখ ৩৮ হাজার ৮৭২জন। গড় পাসের হার ৬৯.৬০। মোট জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ