• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

১ হাজার ১৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

HSC31439111772সিসি নিউজ : এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষাবোর্ডে গড়ে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ৪২ হাজার ৮৯৪ জন। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ১৩৩টি। গত বছর ছিল ১ হাজার ১৪৭টি। শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি। গত বছর এ সংখ্যা ছিল ২৪টি।

রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় মন্ত্রী বলেন, ‘আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন। এর মধ্যে মোট ছাত্র পাস করেছে ৩ লাখ ৮৯ হাজার ৩৬৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ২৯৩ জন। ছাত্রী পাস করেছে ৩ লাখ ৪৯ হাজার ৫০৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৬০১ জন।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ঢাকা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.১৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৮৯৩। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩০২ এবং ছাত্রী ৮ হাজার ৫৯১ জন। মোট ২ লাখ ৭৬ হাজার৭৭৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস করেছে ৬৩.৪৯ শতাংশ পরীক্ষার্থী। এবারের ফলাফলে গত বছরের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা ৬.৫৫ শতাংশ কমেছে। গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭০.০৪। গত বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫১৭ জন। মোট পরীক্ষার্থী ৮০ হাজার ৭৬৫ জন, পাস করেছে ৫১ হাজার ২৪৩ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০. ৪৩। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯৫, ছাত্র ১ হাজার ৫০৮ এবং ছাত্রী ৮৮৭ জন। মোট পরীক্ষার্থী ৯০ হাজার ৭২৪ জন, পাস করেছে ৬২ হাজার ৬৭১ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৫.৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৫০, ছাত্র ২ হাজার ৮৬৫ এবং ছাত্রী ২ হাজার ৩৮৫ জন। মোট পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ১০৯ জন, পাস করেছে ৮১ হাজার ৩৩০ জন।

যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৪৬.৪৫। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯২৭, ছাত্র ১ হাজার ৯৮ এবং ছাত্রী ৮২৯ জন। মোট পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার ৫৩৩ জন, পাস করেছে ৫৩ হাজার ৮৭ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫৯.৮০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। ছাত্র ৭৫৪ জন ও ছাত্রী ৬৯৮ জন। মোট পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৮০ জন, পাস করেছে ৫৯ হাজার ৭৭৮ জন।

সিলেটে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪.৫৭ শতাংশ। ১ হাজার ৩৫৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৯.১৬। সিলেট শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৮ হাজার ১২৪ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ৫৮ হাজার ১২৪ জন, পাস করেছে ৪৩ হাজার ২৮ জন।

বরিশাল বোর্ডে এ বছরে পাসের হার ৭০.০৬। মোট জিপিএ-৫ পেয়েছে ১৩১৯ জন। ছাত্র ৬৬০ এবং ছাত্রী ৫৯ জন। মোট পরীক্ষার্থী ৫৬ হাজার ৬৮০ জন, পাস করেছে ৩৯ হাজার ৯৭ জন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডে পরীক্ষায় পাসের হার ৯০.১৯। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৩৫, ছাত্র ৯৭৮ এবং ছাত্রী ৪৫৭ জন। মোট পরীক্ষার্থী ৮৪ হাজার ৩৩৮ জন, পাস করেছে ৭৪ হাজার ৪৬১ জন।

কারিগরি শিক্ষা (ভোকেশনাল) বোর্ডে পাসের হার ৮৫.৬৮। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৩০। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৬৬ এবং ছাত্রী ৩ হাজার ৩৬৪ জন। মোট পরীক্ষার্থী ৯৮ হাজার ২৯৬ জন, পাস করেছে ৮৪ হাজার ১২৫ জন।

ঢাকা ডিআইবিএসে পাসের হার ৭৪.৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন, ছাত্র ১৮৬ এবং ছাত্রী ১২২ জন। মোট পরীক্ষার্থী ৪ হাজার ৩৪৬ জন, পাস করেছে ৩ হাজার ১৯৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ