• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন |
শিরোনাম :

তৃণমূল পুনর্গঠনের পর কাউন্সিল করবে বিএনপি

নজরুলঢাকা : বিএনপির পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘তৃণমূল পুনর্গঠনের পর দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা, জেলা, মহানগরে কমিটি গঠন শেষ হবে। এরপর দলের জাতীয় কাউন্সিল হবে। এর আগেও কয়েকবার জাতীয় কাউন্সিল করার চূড়ান্ত পর্যায় থেকে সরকারের নানা বাধার কারণে আমাদের ফিরে আসতে হয়েছে।’

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হলেও দেশে আজ গণতন্ত্র অবরুদ্ধ, এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে জনগণের সরকার ক্ষমতায় নেই। বর্তমান সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। এ অবস্থান থেকে পরিত্রাণের একমাত্র পথ নির্বাচন। বিএনপি সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন চায়।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের কারাগারে নেওয়া হচ্ছে অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার চলছেই। মামলার কারণেই নিজেদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সত্ত্বেও স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হতে পারেননি।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গ্রেফতার করে আন্দোলন ও বিজয় ঠেকানো যায় না, আওয়ামী লীগ তা ভাল করেই জানে। এক সময় আওয়ামী লীগের সব নেতাদের গ্রেফতার করা হয়েছিল। মামলা দেওয়া হয়েছিল। তারপরও তাদের বিজয় অর্জন ঠেকানো যায়নি। তেমনি বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করে গণতন্ত্রের বিজয় অর্জন ঠেকানো যাবে না।’

নজরুল ইসলাম খান আটক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

এ সময় সংগঠনের সহসভাপতি মুনির হোসেন, মহানগর উত্তরের সভাপতি ইয়াসিন আলী, দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রায় দেড়শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ