• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১১ অপরাহ্ন |
শিরোনাম :

মঞ্চনাটক নিয়ে ঢাকায় আসছেন সৌমিত্র

সৌমিত্রবিনোদন ডেস্ক: ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মঞ্চনাটক নিয়ে ঢাকায় আসছেন। এবার গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে যোগ দেবেন তিনি। এই আয়োজনে থাকছে তার অভিনীত নাটক ‘ছারিগঙ্গা’।

অমিত রঞ্জন বিশ্বাসের পাশাপাশি নাটকটি লিখেছেনও সৌমিত্র। ছাড়িগঙ্গায় তার সঙ্গে অভিনয় করেছেন পৌলমী বসু ও দ্বিজেন বন্দ্যোপাধ্যায়।

আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।

এ আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। উদ্বোধনী দিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে ভারতের সংস্তব মঞ্চায়ন করবে ‘ছাড়িগঙ্গা’।

একই সময় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছ প্রাচ্যনাট্যের নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’।

উৎসবে থাকছে ১৮টি মঞ্চনাটক, ৮টি পথনাটক, ৮টি গানেরদল, ৮টি আবৃত্তি দল, ৮টি নাচের দল ও ৮ জন একক শিল্পীর পরিবেশনা।  নাট্যপ্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

নাটক ছাড়াও প্রতিদিন উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে পথনাটক, গান, আবৃত্তি, নৃত্য থাকবে বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

দুই বাংলার দুই নদী গঙ্গা ও যমুনার নামে ১৯৯৮ সাল থেকে কলকাতার অনীক নাট্যদল আয়োজন করছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব।

২০১২ সালে থেকে বাংলাদেশেও এই উৎসব হচ্ছে। দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করাই এর মূল্য লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ