• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন |

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে মানববন্ধন

Medical1443348510ঢাকা : ২০১৫ সালের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন।

ভর্তি পরীক্ষায় বাদ পড়া শিক্ষার্থীদের কিছু অংশ শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে অভিভাবকরাও ছিলেন। তাদের হাতে বিভিন্ন লেখাসম্বলিত প্ল্যাকার্ড ছিল।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। তাদের অনেকেই শহীদ মিনারে এসে এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে গেছেন।

শিক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা ২০২১ সাল নাগাদ চিকিৎসক হয়ে বের হবে। তখন দেশের স্বাস্থ্যসেবাখাত একটি সংকটের মুখে পড়বে। কারণ প্রকৃত মেধাবীরা ভর্তি পরীক্ষায় সুযোগ পায়নি।

শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, সোমবার সকালে একই স্থানে কালো কাপড়ে মুখ-চোখ বেঁধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ