• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে রিট

হাইকোটসিসি নিউজ: মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বুধবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।

তিনি বলেন, রিটে ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ এবং প্রশ্ন ফাঁস বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে ওই আইনজীবীর দায়ের করা অপর একটি রিট খারিজ করে দেন হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে গত ১৮ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্ন ফাঁসের অভিযোগে এদিন র‌্যাবের অভিযানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সহকারী পরিচালকসহ কয়েকজনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ