• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন |

অতিথিদের গরুর মাংস খাওয়ানোয়…

Kashmir1444291915আন্তর্জাতিক ডেস্ক : অতিথিদের গরুর মাংস পরিবেশন করায় জম্মু ও কাশ্মীরের এক আইনপ্রণেতাকে (এমএলএ) বিধানসভার মধ্যেই পিটিয়েছেন বিজেপির কয়েকজন এমএলএ।

এমএলএ ইঞ্জিনিয়ার রশিদ বৃহস্পতিবার বিধানসভায় যোগ দিলে তার ওপর হামলা চালান বিজেপির এমএলএরা। এ নিয়ে বিধানসভায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। রশিদকে পেটানোর দৃশ্য মুহূর্তে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রশিদের বিরুদ্ধে অভিযোগ, বুধবার এমএলএ হোস্টেলে রশিদ তার কয়েকজন অতিথিকে গরুর মাংস পরিবেশন করেন। কিন্তু ওই হোস্টেলে সব ধর্মের বিধায়ক বা তাদের অতিথিরা খেয়ে থাকে।

বিজেপির গঙ্গা ভাগত, রাজিব শর্মা, রবীন্দ্র রায়না এবং অন্য দুজন এমএলএ মিলে রশিদের ওপর হামলা চালায়। তারা তাকে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে অন্য দলের এমএলরা তাদের থামিয়ে দেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী নির্মল সিংকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নির্মল সিং বলেছেন, এই ঘটনায় কোনো অনুমোদন দেওয়া হবে না। তবে হোস্টেলে গরুর মাংস পরিবেশন করারও সামলোচনা করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি গরু ও গরুর মাংস নিয়ে ভারতে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও তা থামছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ