• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন |
শিরোনাম :

এশিয়ার শ্রেষ্ঠ গভর্নরকে সংবর্ধনা দিলো রংপুর ব্যাংকার্স ক্লাব

governor1445707251সিসি নিউজ:  এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর হিসেবে পুরস্কৃত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে সংবর্ধনা দিলো রংপুর ব্যাংকার্স ক্লাব। শনিবার রাতে রংপুর সেনানিবাসের আর্মি মেডিক্যাল কলেজের ক্যাফেটারিয়া প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের মহাব্যবস্থাপক ও রংপুর ব্যাংকার্স ক্লাবের সভাপতি খুরশিদ আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান, গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম  আসাদুজ্জামান,  যুগ্ম পরিচালক মো. ওছমান গণি, প্রটৌকল উপ বিভাগের অফিসার মো. সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদেরও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, আমাকে শ্রেষ্ঠ গভর্নরের যে পুরস্কার দেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষকে উৎসর্গ করলাম। কারণ এ পুরস্কার আমার একার অবদানে আসেনি। সবার প্রচেষ্টার জন্য আমাকে শ্রেষ্ঠ গভর্নরের পুরস্কার দেওয়া হয়েছে।

গভর্নর বলেন, আমরা যখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) সদস্য হই তখন ফি দেওয়ার মতো সাধ্য ছিলনা। তখন সহায়তা করেছিল কানাডা। বর্তমানে আমাদের রিজার্ভ রয়েছে প্রায় ২৭ বিলিয়ন ইউএস ডলার। এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে  উদ্বৃত্ত ঠেকানো। কৃষিক্ষেত্রে উদ্বৃত্ত ছুই ছুই। এখন আমাদের এতো উৎপাদন হচ্ছে কৃষকদের ঠিকমতো দাম দিতে পারছি না।

তিনি বলেন, আমরা আমাদের অন্তভূক্তমূলক অর্থনীতিকে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হিসেবে আবির্ভুত হয়েছে।

রংপুর এলাকার মঙ্গা এখন তা ইতিহাস উল্লেখ করে গভর্নর বলেন, এক সময় রংপুরে হাড্ডিসার মানুষ ছিল। এখনও এখানে অনেক নদী ভাঙন এলাকা রয়েছে। আমি সব ব্যাংকের নির্বাহীদের বলবো তাদের দিকে তাকাতে। আপনারা তেলা মাথায় তেল না দিয়ে যাদের মাথায় কখনো তেল পড়েনি তাদের দিকে তাকান। সবার মধ্যে উদ্যোক্তা ‍সৃষ্টি করতে চাই। সবাই যাতে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে পারে।

তিনি জানান, বর্তমানে রংপুর এলাকায় ১৬-১৭ হাজার টাকা কৃষিঋণ দিচ্ছি। রংপুরে ২৩২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ