• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

সাড়ে ৭ লাখ টিআইএনধারীকে খুঁজছে এনবিআর

রাজস্ব ভবনঅর্থ-বাণিজ্য ডেস্ক: প্রায় সাড়ে সাত লাখ পুরাতন টিআইএনধারী করদাতা খুঁজতে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যে সব পুরাতন টিআইএনধারী এখনো ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিআইএন) গ্রহণ করেননি তাদের সনাক্তে কাজ করছে প্রতিষ্ঠানটি। এনবিআরের একটি উর্ধ্বতন সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

এনবিআর সূত্রে জানা যায়, নতুন ইলেকট্রনিক টিআইএন রেজিস্ট্রেশন সিস্টেম প্রবর্তনের দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো প্রায় সাড়ে সাত লাখ পুরানো টিআইএনধারী করদাতা ই-টিআইএন গ্রহণ করেননি। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরাতন টিআইএনধারীদের সনাক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে এনবিআর শক্ত অবস্থানে রয়েছে। এরই মধ্যে এনবিআরের আয়কর বিভাগ থেকে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট অফিসগুলোকে পুরাতন টিআইএনধারী করদাতাদের সর্বশেষ তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর ২০১৩ সালের ১ জুলাই থেকে ই-টিআইএন রেজিস্ট্রেশন চালু করে। এতে পুরাতন ১০ ডিজিটের পরিবর্তে ১২ ডিজিটের ই-টিআইএন নম্বর নিতে হবে। ওই একই প্রক্রিয়ায় নতুন করদাতারা অর্ন্তভুক্ত হবেন। আর সরকারি ও বেসকারি  বিভিন্ন  সার্ভিসের ক্ষেত্রে ওই ই-টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে এনবিআরের একটি সূত্রে জানা যায়, পুরাতন টিআইএনধারীদের সনাক্ত করা ক্ষেত্রে আয়কর বিভাগে মাঠ পর্যায়ের অফিস থেকে প্রথমে অনিবন্ধনকৃত টিআইএনধারীদের তাদের নিজ নিজ ঠিকানায় নোটিশ প্রেরণ করা হবে। যদি তারা নোটিশের কোন জবাব না দেন তাহলে পরবর্তীতে সংশ্লিষ্ট ফিল্ড অফিসাররা পুরাতন টিআইনধারীদের বিরুদ্ধে সরেজমিনে অভিযান চালাবে।

সূত্রটি আরো জানায়, এরই মধ্যে অনেক পুরাতন টিআইএনধারীকে নোটিশ পাঠানো হলেও কোন উত্তর মেলেনি। এমনকি পুরাতন টিআইএনধারীদের দেওয়া ঠিকানায় সরেজমিনে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। আবার কোনো কোনো টিআইনধারীর বিষয়ে তথ্য পাওয়া গেলেও তাদের করযোগ্য আয় না থাকায় নতুন ই-টিআইএন গ্রহণ করেননি। খুব শিগগিরই এ বিষয়ে পরিপূর্ণ রিপোর্ট সংগ্রহ করে এনবিআর থেকে পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে এনবিআরের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এনবিআর থেকে ই-টিআইএন রেজিষ্ট্রেশন না করা পুরাতন টিআইনধারীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে যাদের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি তাদের টিআইএন নম্বর ব্লক করা হয়েছে।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুসারে ই-টিআইএন হোল্ডারদের কিছু ব্যতিক্রম বাদে আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ