• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন |

ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আলোচনায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ

টিউলিপসিসি ডেস্ক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে তাকে ব্রিটেনে নিষিদ্ধ করার দাবিতে দৃঢ় অবস্থান নিয়ে ব্রিটেনের মূলধারার গণমাধ্যমে আলোচনায় এসেছেন বঙ্গবন্ধুর নাতনি এবং লেবার দলীয় সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল এবং টেলিগ্রাফ টিউলিপের বক্তব্য নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, একজন মুসলিম এমপি সোমবারে ওয়েস্টমিনিস্টারে অনুষ্ঠিত হতে যাওয়া  ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বিতর্কে মুসলিম বিদ্বেষী মনোভাবের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কে ‘ছিন্ন ভিন্ন’ করার প্রতিজ্ঞা করেছেন।

প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষের সই সংবলিত একটি পিটিশন যুক্তরাজ্যের পার্লামেন্টে দাখিল করা হয়েছে। সেই পিটিশনের বিষয়বস্তু হচ্ছে মুসলিম বিদ্বেষী যুক্তরাষ্ট্রের ধনুকুবের রাজনীতিক ট্রাম্পকে যেন যুক্তরাজ্যে প্রবেশ করতে না দেওয়া হয়।

এ ঘটনার পরে ট্রাম্প বলেন, ‘ব্রিটিশ পুলিশরা যেন ‘তাদের জীবনের ভয় করে’ যখন তারা কোনো মুসলিম কমিউনিটিতে অবস্থান করে। কারণ তারা খুবই মৌলবাদী।’

যুক্তরাষ্ট্রের এই ধনুকুব আরো বলেন, ‘যদি তিনি যুক্তরাজ্যে ভ্রমণে সরকারী বাধার সম্মুখীন হন তাহলে যুক্তরাজ্য সারা বিশ্বের কাছে বাকস্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী হিসেবে পরিগণিত হবে।

টিউলিপ সিদ্দিক এবং আরো কয়েকজন ব্রিটিশ এমপি স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মের প্রতি ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে সরাসরি হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

ক্ষুব্ধ টিউলিপ জানিয়েছেন, ‘যখন এমপিরা ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশ করার বিষয়ে বিতর্ক করবেন তখন আমি ট্রাম্পকে বিতর্কে ছিন্ন ভিন্ন করবো।’

টিউলিপ প্রশ্ন রেখে বলেন, ‘যেহেতু পূর্বে যারা এমন ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এদেশে প্রবেশ করার অনুমতি দেয়নি। তাহলে আলাদাভাবে কেন ট্রাম্পকে এ অনুমতি দেয়া হবে? এজন্য যে সে একজন ধনুকুবের রাজনীতিবিদ?’

তিনি আরো বলেন, ‘যারা ট্রাম্পকে প্রবেশের যুক্তি দেখান, ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের পরে আমেরিকায় মুসলিম বিরোধী সহিংসতা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা তাদের ভালোভাবে দেখা উচিত।’

সম্প্রতি এক নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান। এ ঘটনায় সারাবিশ্বে নিন্দিত হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ