ভোলা : ভোলার লালমোহনে মেয়েকে কীটনাশক পান করিয়ে হত্যার পর নিজেও তা পানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা।
সোমবার সন্ধ্যার পর উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। লালমোহন থানার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহাবুদ্দিন জানান, সুরমা বেগমের (৩৫) স্বামী আবুল কাশেম একজন দিনমজুর। সে ঢাকায় দুই বছর আগে আরেকটি বিয়ে করে। এ নিয়ে সুরমা ও কাশেমের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে সোমবার সন্ধ্যায় তার ১০ বছর বয়সী মেয়ে বুশরাকে কীটনাশক পান করায় এবং নিজেও পান করে। এতে মা-মেয়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষণা করেন।
উন্নত চিকিৎসার জন্য মা সুরমা বেগমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী সোলেমান জানান, সুরমার অবস্থা এখনো আশঙ্কাজনক।
লালমোহন থানার ওসি আক্তারুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুশরার লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।