রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে এবার এক গ্রাম পুলিশের মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণীর ছাত্রী (১৪) কে জোরপূর্বক চুমু দেয়ার অপরাধে থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামী কলেজ ছাত্র মাহফুজার রহমান (২২) কে আটক করেছে। এ ঘটনায় গ্রাম পুলিশ আব্দুল ওহাব মন্ডল বাদী হয়ে সোমবার রাতে ৩ জনকে আসামী করে রাজারহাট থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউপির তৈয়বখাঁ এলাকার গ্রাম পুলিশ আব্দুল ওহাব মন্ডলের কন্যা ও ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীকে দীর্ঘ ৬ মাস ধরে পাড়ামৌলা এলাকার আব্দুল হাকিমের লম্পট পুত্র কলেজ ছাত্র মাহফুজার রহমান উত্যক্ত করে আসছিল। এরই সূত্র ধরে ওই মাদ্রাসা ছাত্রী গত শনিবার মাদ্রাসা যাওয়ার পথে পথিমধ্যে মাহফুজার রহমানসহ তার ২ সহযোগী পথ রোধ করে জোরপূর্বক গালে চুমু দেয় এবং মোবাইল ফোনে দৃশ্য ধারণ করে। এরপর বিষয়টি নিয়ে দফায় দফায় শালিস বৈঠক করেও কোন সুফল মেলেনি। নিরুপায় হয়ে মাদ্রাসা ছাত্রীর পিতা সোমবার ৩ যুবকের নামে থানায় একটি অভিযোগ দায়ের করলে রাজারহাট থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম অভিযান চালিয়ে প্রধান আসামী মাহফুজার রহমানকে আটক করে। যার মামলা নং-০৯, তাং-০৮-০২-১৬ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।