কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত কলেজ ছাত্র হলেন, নাজমুস সাকিব (২২)। সে জেলার নামের কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিয়াপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে ও রংপুর সরকারী কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ-রংপুর সড়কের চন্দনের হাট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলাপীর থেকে সাকিব তার অপর এক ভাই সহ মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। ঘটনাস্থলে আসলে রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ছোট ভাই ছিটকে রাস্তার পাশে পড়ে প্রাণে বেঁচে যায়। ঘাতক ট্রাক পালিয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পরে নিহতের আত্মীয় স্বজননেরা লাশ তার পরিবারের কাছে নিয়ে যায়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।