এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নাট্য সংগঠন অঙ্গীকার নাট্য নিকেতন’র ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে অঙ্গীকার নাট্য নিকেতন’র নাট্য কর্মীদের আয়োজনে একটি আনন্দ পদযাত্রা পীরগঞ্জ শহরে বের করা হয়। জাকজমক পূর্ণ এই আনন্দ পদযাত্রায় উপস্থিত ছিলেন অঙ্গীকার নাট্য নিকেতন’র সভাপতি গৌতম দাস বাবলু, সাধারণ সম্পাদক কাজল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, উদীচীর সাধারণ সম্পাদক প্রভাষক তারেক হোসেন, পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব সাইফুর রহমান বাদশা, সাংবাদিক আনারুল ইসলাম, সাংবাদিক হৃদয় খান, করতোয়া কুরিয়ার সার্ভিসের ম্যানেজার জিয়াউল হক, ধনঞ্জজয় রায়, হৃদয় মাহমুদ, সুদিপ্ত, জাকিরুল ইসলাম সহ শতাধিক নাট্য কর্মী। আনন্দ পদযাত্রা শেষে কেক কেটে এবং রাতে আতশবাজী করে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।