বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ইট বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে রুপিয়া খাতুন (৪০) নামে একজন প্রতিবন্ধি নারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট কাচারী বাজারে। নিহত রুপিয়া খাতুন কাচারী বাজারের কপিল উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী অহিদুল হক ও এলাকাবাসী জানান, আজ সকালে বদরগঞ্জ শাহ ফিলিং স্টেশন (পাম্প) এর মালিক বকুল শাহ এর ভাটার ইট বোঝাই একটি ট্রলি নাগেরহাট অভিমুখে আসার পথে কাচারীবাজার এলাকায় ওই প্রতিবন্ধি নারীকে স্বজোরে ধাক্কা দেয়। এতে করে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃতু হয়। এসময় এলাকাবাসী ঘাতক ট্রলিটি আটক করলেও চালাক পালিয়ে যেতে সক্ষম হয়। এবিষয়ে বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন; সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিবন্ধি নারীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেহ অভিযোগ করেনি।