বিনোদন ডেস্ক: ”আর কয়েক দিনের মধ্যেই আমি পর্নস্টার হয়ে যাব”-এমন বিস্ফোরক মন্তব্য করলেন রাখি সবন্ত। প্রাক্তন পর্ন তারকা সানি লিওনের বিতর্কিত সাক্ষাত্কার নিয়ে যখন গোটা বলিউড ইন্ডাস্ট্রি সানির পাশে রয়েছেন ঠিক তখনই আগামী দিনে নিজে পর্নস্টার হবে বলে জানালেন রাখি সবন্ত। বলিউডের একটা বড় অংশের মতে, সানিকে খোঁচা দিতেই রাখি এই মন্তব্য করেছেন। আবার অনেকের প্রশ্ন, সানিকে হিংসে করেই কি পর্ন তারকা হতে চান রাখি! সম্প্রতি সানির পাশে দাঁড়িয়েছেন খোদ আমির খান। একসঙ্গে লাঞ্চও সেরেছেন দু’জনে। সে বিষয়েই রাখির মতামত জানতে চাওয়া হয়। তার উত্তরেই রাখি জানান, ‘সকলে শুনুন, আমার কাছে একটা ভাল খবর আছে। আর কয়েক দিনের মধ্যেই রাখি সবন্ত পর্নস্টার হয়ে যাবে’। রাখির এই উত্তর শুনে হতভম্ব হয়ে গিয়েছে গোটা বলিউ়়ড। এমনিতেই তার পরিচয় কনট্রোভার্সি কুইন বলে। এমনকি সানি লিওনকেও তিনি আক্রমণ করেছিলেন। কন্ডোমের বিজ্ঞাপন করার জন্য তাকে দেশ ছাড়া করার হুমকিও দিয়েছিলেন। বলেছিলেন, ‘সানি পর্দায় এমন দৃশ্যে অভিনয় করছেন যা সাধারণ মানুষকে উত্তেজিত করে তুলছে। আর সে জন্যই বাস্তবে ধর্ষণ বাড়ছে। তাই ওকে ভারত থেকেই বের করে দেওয়া উচিত’।