খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে একজন পরিদর্শককে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজেবুর রহমান।
সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) খানসামা সি পরীক্ষা কেন্দ্র গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দায়িত্বরত পরিদর্শক রামনগর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক রমানাথ রায় সরকারি নির্দেশকে উপেক্ষা করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার রুমে অবস্থান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান কেন্দ্র পরিদর্শনে এসে ওই পরিদর্শকের কাছে মোবাইল ফোন পেয়ে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল প্রদান করেন।