আন্তর্জাতিক ডেস্ক: নেপালের আকাশে বুধবার সকালে ২৩ জন আরোহীকে নিয়ে নিখোঁজ হওয়া বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নেপালের বেসামরিক বিমানমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল জানান, বিমানের একজন আরোহীও বেঁচে নেই। ম্যাগরি জেলার সলিঘোপটেতে বিমানের পোড়া ভগ্নাবশেষ পাওয়া গেছে।
বুধবার সকালে নেপালের পোখড়া থেকে জমসমের উদ্দেশে রওনা হয় তারা এয়ারলাইনসের ওই বিমান। উড্ডয়নের ৮ মিনিট পরেই বিমানটির সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি কন্ট্রোল রুম।
পোখারার গান্দাকির পুলিশ কর্মকর্তা মহেন্দ্র পোখারেল বলেন, মায়াগদি জেলার রুপসি চাহারির ডানা ভিডিসিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। নেপালের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, আর্মড পুলিশ, ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, বিমান বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয়। তবে আন্নাপূর্নার দক্ষিণের ডানা ভিডিসি এলাকা মঙ্গলবার ধুলোয় আচ্ছন্ন ছিল।
হিমালয়ান টাইমসের খবরে বলা হয়েছে, তারা এয়ারলাইনসের ওই বিমানটি পোখারা থেকে জমসম যাওয়ার পথে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানে তিনজন ক্রুসহ ২৩ আরোহী ছিলেন। রাজধানী কাঠমান্ডু থেকে দুইশ কিলোমিটার উত্তর পশ্চিমের পোখারা বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর সকাল ৮টা ১০ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিমানটির পাইলটের সঙ্গে সর্বশেষ ৮টা ১০মিনিটে যোগাযোগ হয়। এরপর থেকে তার কাছ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়াগদি জেলার রুপসি এলাকার বাসিন্দারা ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিমানটি ওই এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
২০১৩ সালে দেশটির জমসন বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জাপানি পর্যটকসহ সাত আরোহী মারাত্মক আহত হয়। এর আগের বছর পোখারা থেকে জমসন যাওয়ার পথে একটি পাহাড়ে বিমান বিধ্বস্ত হলে ভারতীয় ১৩ নাগরিক সহ ১৫ আরোহীর প্রাণহানি ঘটে।