চট্টগ্রাম : জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে শামীম জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ২৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ছোড়া ককটেলে তিনজন আহত হয়েছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারইয়ারহাট মসজিদ গলির শামীম জুয়েলার্সে ডাকাতরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দোকান থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
জুয়েলার্সের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, তার দোকান থেকে প্রায় ২৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।