নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার মহজমপুর এলাকায় ফিলিং স্টেশনের তেলের ট্যাংকিতে পড়ে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শ্রমিকদের উদ্ধার করতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ দুইজন হলেন প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী হান্নান (৪৬) ও ম্যানেজার মাসুম (৫০)।
এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই মাকসুদ জানিয়েছেন, উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া এলাকায় মেসার্স চাঁন অ্যান্ড সূর্য ফিলিং স্টেশনের শাখা প্রতিষ্ঠান ময়না ট্রেডিংয়ের ফার্নিস তেলের (পোড়া তেল) ট্যাংকের ময়লা পরিষ্কার করতে সোমবার সকাল ১০টার দিকে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী হান্নান ও ম্যানেজার মাসুম ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বেরিয়ে না আসায় প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মচারীদের সন্দেহ হয়।
এ সময় এলাকাবাসী ট্যাংকের ভেতরে নেমে তাদের সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ডেমরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করেছে।