চাঁদপুর প্রতিনিধি: মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গীমারার চর এলাকা থেকে তিন লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।
সদর উপজেলা মৎস্য বিভাগ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলেদের নৌকা থেকে এসব কারেন্টজাল জব্দ করে।
চাঁদপুর সদর উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ জানান, অভয়াশ্রম ঘোষণার প্রথম দিন বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুজ্জামানের নেতৃত্বে ও নৌ-পুলিশের সহযোগিতায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
এ সময় জেলেদের নৌকা থেকে তিন লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। তবে এসময় কোনো জেলেকে পাওয়া যায়নি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, জব্দকৃত কারেন্টজালগুলো চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল (দুই মাস) পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত একশ’ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জাটকা রক্ষায় প্রতি বছরের মতো এবছরও এই দুই মাস নদীতে সব ধরনের মাছ আহরণ, মজুদ, পরিবহন ও বেচা-কেনা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।