জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ভয়াবহ আগুনে গবাদিপশুসহ একটি বাড়ী সম্পুর্ন পড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে শিশুসহ ৪জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাবিয়ন বেওয়া (১০৩) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর সারে ১২টার সময় মারা যায়। উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড শালনগ্রাম মাঝাপাড়া গ্রামের মৃত আজিজার মুন্সির ছেলে অলিয়ার রহমানের বাড়ীতে এ ভয়াবহ আগুনের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পত্যক্ষদর্শীরা জনায়, মঙ্গলবার গভীর রাতে ওই বাড়ীতে আগুন জ্বলতে দেখে জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয় এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছাঁর পূর্বেই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় নিমিশেই ওই বাড়ী’র ৬টি টিনের ঘর ও প্রতিবেশি বিদ্যুৎ মিস্ত্রী আব্দুল আজিজের ১টি রান্নাঘরসহ ৭টি ঘর,৩টি গরু,৯টি ছাগল,ধান,চাইল, আসবাব পত্র,১৭ হাজার নগদ টাকা,আড়াই ভরি সোনার জিনিস সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। মোটকথা আগুনের ছোবল থেকে কোনকিছুই রক্ষা করা যায়নি ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিছে মানবেতর জীবন যাপন করছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা নিবার্হী অফিসার হাসান হাবিব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের কম্বল ও ৫০ কেজি চাউল দেয়া হয়। জলঢাকা ফায়ার সার্ভিস স্টেশেন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সত্রপাত হতে পারে।