দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদ্বয়, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃশফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সহ অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল বলেন,এই উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সচেষ্ট থাকবেন এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সকল উন্নয়ন মুলক কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য পঞ্চগড় এর জেলা প্রশাসক হিসেবে গত ২৯ ফেব্রয়ারী অমল কৃষ্ণ মন্ডল যোগদান করেন। পঞ্চগড়ের পাঁচটি উপজেলার মধ্যে দেবীগঞ্জ উপজেলায় তিনি সর্ব প্রথম মতবিনিময় সভা করলেন।