• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে এলজিএসপির কার্যক্রম বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা

Nilphamari Dc Photoনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দ্বিতীয় পর্যায়ের এলজিএসপি (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট -২) কার্যক্রমের সঠিক বাস্তবায়নে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নীলফামারী জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ ওই কর্র্মশালার আয়োজন করে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.জে.এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাদেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এছাড়াও অন্যান্যদেও মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস, বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট প্রতিনিধি আবু আজম নূর, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. মনিরুজ্জামান মনির প্রমুখ।
বক্তারা জানান, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে।
এই এলজিএসপি প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকারের পর্র্যপ্ত ক্ষমতায়ন, আথিক স্বাধীনতা প্রদান, সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সরকার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করায় স্থানীয় সরকারের নাগরিকদের জীবনমানে উন্নয় ঘটেছে বলে ওই কর্র্মশালায় সকলকে অবহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ