খেলাধুলা ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৪ রানের টার্টেট দিয়েছে বাংলাদেশ। তবে এ ম্যাচে দলীয় ১৫৩ রান করতে ৭ উইকেট খরচ করতে হয়েছে টাইগারদের।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নেদারল্যান্ডস। আজ বুধবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।
ছক্কা হাঁকিয়েই ফিরে যায় সাব্বির রহমান। তিনি ব্যক্তিগত ১৫ বলে ১৫ রান। ফন ডার মারউইয়ের বলে এগিয়ে এসে বোলারের মাথার ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান তিনি। পরের বল লেগে ঘুরাতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরে যান এই টপ অর্ডার ব্যাটসম্যান। এর আগে সৌম্য সরকার মাত্র ১৩ বলে ১৫ রান করে আউট হন। যে পল ফন মিকেরেনের হাতে জীবন পেয়েছিলেন তার বলেই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। এর পর একে একে ৭টি উইকেট খরচ হয়।