বাগেরহাট: বাগেরহাটে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার বনদস্যু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত র্যাব-৮ ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ হয়।
এ সময় কথিত মাস্টার বাহিনীর প্রধান মনিরসহ চার বনদস্যু নিহত হয়। বনদস্যুদের ব্যবহৃত ১৮টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮ অপারেশন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।