চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকায় ভুলু (২৪) নামে ছাত্রলীগের এক কর্মীকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এঘটনায় গুরুতর জখম হয়েছে আকাশ (২২) নামে আরো একজন।
শনিবার দুপুরে এ হামলা ঘটনা ঘটে। নিহত ভুলু শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার খবির উদ্দীনের ছেলে।
জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন এদেরকে সংগঠনের কর্মী বলে দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলু ও আকাশ নামে দুই যুবক শনিবার বড় বাজার এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ৫/৬ জনের একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ভুলুর ঘাড়ে ও আকাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাক্তক জখম করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অস্ত্রপচারের সময় অপরাশেন থিয়েটারে ভুলু মারা যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রাজিবুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভুলু মারা গেছে। আকাশের অবস্থাও সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেছে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এদিকে এ ঘটনা নিয়ে নতুন করে সংঘর্ষের আশাঙ্কায় ফেরিঘাট রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।