নীলফামারী প্রতিনিধি: বেতন বৈষম্য দূরীকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করে পদবী পরিবর্তনের দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলণ করেছে জেলা হেলথ্ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন।
শুক্রবার বেলা ১১ টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুকিত।
লিখিত বক্তব্যে জানানো হয়, সরকার সব বিভাগের কর্মচারীদের বেতন ও পদমর্যাদা বৃদ্ধি করলেও স্বাস্থ্য সহকারীদের বেতন ও পদমর্যাদা বৃদ্ধির কোন উদ্যোগ নেয়নি। এদিকে স্বাস্থ্য সহকারীরা কোন ধরণের প্রশিক্ষণ ছাড়াই গর্ভবতি মা ও শিশুদের টিকাদান কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। যা মা ও শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই স্বাস্থ্য সহকারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা প্রয়োজন।
আগামী ৩১ মার্চের মধ্যে তাদের এই দুই দফা দাবি মেনে নিয়ে ১লা জুলাইয়ের মধ্যে কার্যকর করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলণে।
হেলথ্ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস নাহার সেবা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলার ছয় উপজেলায় কর্মরত ২৩৮জন স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।