শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেষ্টের (এলজিএসপি-২) জেলা পর্যায়ের কর্মশালা আজ রবিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও চাঁদপুর এলজিএসপি-২ জেলা ফ্যাসিলিটেটর এস.এম.শাহরিয়ার রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আবদুল্লা মাঞ্জুরুল করিম,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী,কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক সোহেল রুশদী,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী ।
কর্মশালায় জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি ,সাংবাদিকও সুধীজন অংশ নেয় । কর্মশালায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা ও জনগনের অংশ গ্রহন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় ।