ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা আত্মসাতের ঘটনা জানাজানির এক সপ্তাহ পরে মতিঝিল থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। মামলা নম্বর ১৩।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধায়ায় মামলাটি গ্রহণ করা হয়।
তিনি জানান, লোপাট যাওয়া অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১০১ মিলিয়ন ডলার।
এর আগে থানা সূত্রে জানা যায়, ব্যাংক কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে তারা মামলা করার জন্য থানায় আসতে চেয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মতিঝিল থানার ওসি জানান, বাংলাদেশ ব্যাংক থেকে ফোন করে জানিয়েছে তারা একটি মামলা করার জন্য থানায় আসতে চান। জবাবে তাদের আসতে বলা হয়েছে। এখন তারা এলে মামলার কাজ শুরু করা হবে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ টাকা জালিয়াতির ঘটনায় সোমবার প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরো দুজন অর্থনীতিবিদকে সদস্য রাখা হয়েছে। এই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন আকারে বিস্তারিত তুলে ধরবেন।