কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সৃজনশীল প্রজন্ম সুন্দর আগামী এই প্রতিপাদ্যটিকে লক্ষ রেখে, দিনাজপুরের কাহারোল উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা ২০১৬ অনুষ্ঠিত। কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এর আয়োজনে ১৬ মার্চ কাহারোল বাজার ফাজিল মাদ্রাসায় উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মেধা অন্বেষন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতার বিষয় বস্তু ছিল ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধো এবং বিজ্ঞান। এই প্রতিযোগীতা চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক প্রধান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, কাহারোল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার কাদেরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।