ডোমার (নীলফামারী) প্রতিনিধি : বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রবেল(১৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে।দূর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক ৯.৩০টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের আলেয়ার মোড় নামক বাজারে।রুবেল ভোগডাবুড়ি ইউনিয়নের পুস্নাবান এলাকার দুলাল হোসেনের ছেলে। আলেয়ার মোড় বাজারে রুবেলের কম্পিউটারে গান লোডের একটি দোকান রয়েছে। জানা যায়,ঘটনার সময় রুবেল নিজ দোকানে টি,ভি,তে ক্রিকেট খেলা দেখছিলো।ছবি স্পষ্ট না হওয়ায় এন্টেনা বাঁশে উঁচু করে দিতে গেলে কাঁচা বাঁশ বিদ্যুতের মেইন লাইনে(১১০০০ ভোল্ড) লাগে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে।ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।