সিসি নিউজ: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাইপি ভাইবার এ্যাকাউন্ট খোলার নির্দেশ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি)। নানাবিধ যোগাযোগ, ছবি ও তথ্য আদান-প্রদান দ্রুততার সঙ্গে করার উদ্যোগের অংশ হিসেবে এমন নির্দেশনা দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাথে স্কাইপি ও ভাইবারে যোগাযোগ করার জন্য অধিদপ্তরাধীন সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সহকারি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সরকারি মাদ্রাসা সমূহকে জরুরী ভিত্তিতে স্কাইপি ও ভাইবার এ্যাকাউন্ট খুলতে হবে। সেই সাথে এ্যাকাউন্ট খোলা শেষে আগামী সাত কর্ম দিবসের মধ্যে অধিদপ্তরে প্রেরণ করতে হবে।
নির্দেশনার কপি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
কয়েকমাস আগে নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের ধারাবাহিকতায় এমন নির্দেশনা দেয় মাউশি অধিদপ্তর।