কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। সম্মেলনের এক বছর পর রোববার রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেন।
খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খানকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজগর আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
১০ বছর পর ২০১৪ সালের ২৫ নভেম্বর ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খানকে সভাপতি, কুষ্টিয়া চেম্বারের সভাপতি হাজী রবিউল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীকে সাধারণ সম্পাদক, বাবু স্বপন কুমার ঘোষকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি কেন্দ্রে পাঠানো হয়।