ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া এলাকায় আলীজান (৫৫) নামে এক খাদ্য গুদামের শ্রমিককে কুপিয়ে খুন করে পালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যায় রুহিয়া বাংলাবাজার মোড়ের মদিনা বেকারির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুহিয়া এলাকায় বাংলাবাজার মোড়ের মদিনা বেকারির সামনে কয়েকজন দুর্বৃত্ত আলীজানকে পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আলীজানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে আছে। পারিবারিক কলহের জেরে হত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।