• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত সম্ভাব্য প্যানেল

BarBhaban Picমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২৩ সনের কার্যকরী পরিষদের নির্বাচনে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (২৩ মার্চ) রাতে অনুষ্ঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খতিবুদ্দিন আহম্মদ, সহ-সভাপতি পদে সাবেক সহ-সভাপতি মো. মইনুল ইসলাম ও মো. আবু আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. এমাম আলী, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ারুল আজিম খোকন ও মো. রইস উদ্দীন, কোষাধ্যক্ষ পদে পরপর দুইবার নির্বাচিত নির্বাহী সদস্য আলহাজ্ব মো. রিয়াজুল ইসলাম শাহ, পাঠাগার সম্পাদক পদে মো. মাহাফুজ আলী চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ারুল হক সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে বর্তমান ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম, নির্বাহী সদস্য পদে একেএম মনজুর হোসেন রতন, মো. আজেদুর রহমান, মো. শাহিনুর ইসলাম, রিফাত আরা রিতু ও মো. ওবায়দুল ইসলাম।
আগামী ৮ এপ্রিল শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫টি পদে সম্ভাব্য ২টি প্যানেলের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এগুলো হলো-আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল এবং ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট প্যানেল।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়নি। তবে বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টায় দলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে জানিয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত কয়েকজন আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ