সিলেট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদকে আটক করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরীর উপশহরস্থ নিজ বাসা থেকে সাঈদকে আটক করা হয় বলে জানা গেছে। তবে র্যাবের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি।
অ্যাডভোকেট সাঈদের ভাই অধ্যাপক ফরিদ আহমদ জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন যুবক বাসায় এসে নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেন। তারা পরিচয়পত্র দেখিয়ে সাঈদকে বাসা থেকে ধরে নিয়ে যান।
এদিকে র্যাব-৯ এর পরিচালক (মিডিয়া) এসএম ফখরুল ইসলাম জানান, সাঈদ আহমদকে আটকের বিষয়টি তার জানা নেই।